১৩নং গড়েয়া ইউনিয়নের সকল মৌজার কৃষকগন আধুনিক প্রযুক্তি হস্তান্তর করে যেমন গম মৌসুমে গম মারেন,চায়না মৌসুমে চায়না ধান মারেন, আমন মৌসুমেও কৃষকগন মেশিনের সাহায্যে মাড়াই কাজ অতি দ্রুত সম্পন্ন করেন, এছাড়াও লাঙ্গলের পরিবত্যে অত্র ইউনিয়নের কৃষক গন মহেন্দ্র বা পাওয়ার টিলার দ্বারা চাষাবাদ করে সল্প খরচে খাদ্য ও শস্য উৎপাদন করেন। ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস